Header Ads

Header ADS

Ayatul Kursi 100 Times - Anti Black Magic - আয়াতুল কুরছি



পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় সূরা আল-বাক্বারা ২৫৫তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি (Ayatul kursi)। কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এটি। এতে সমগ্র মহাবিশ্বের ওপর আল্লাহর জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। (শুআবুল ঈমান : ২৩৯৫)। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এই আমল করা কোনো কঠিন বিষয় নয়। আমরা অনেকেই মুখস্থ পারি আয়াতুল কুরসি। যারা পারি না, তারাও মুখস্থ করে নিতে পারেন।

Ayatul Kursi অর্থসহঃ

Ayatul kirsi

বাংলা উচ্চারণ:

আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)।

ইসলামিক বিষয় জানতে ভিজিট করুন www.islambangla.com | বিভিন্ন তথ্য জানতে ভিজিট www.truebangla.com | সাথেই থাকুন ফুডিংবিডি.কম এর।


Search Keywords:

ayatul kursi er fojilot, আয়াতুল কুরসির ১০ টি ফজিলত, Ayatul Kursi Fazilat, Ayatul kursi fazilat bangla, Ayatul Kursi Bangla, আয়াতুল কুরসি ১০০ বার পড়ার ফজিলত, Ayatul kursi porle ki hoy, Ayatul kursi nurani, Ayatul kursi bangla and arbi, ayatul kursi hd pic,

আয়তুল কুরসির ফজিলত কি?, আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত কেন?, আয়াতুল কুরসি নামাজে কখন পড়তে হয়?, আয়াতুল কুরসি নামের অর্থ কি?, আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসি ১০০ বার পড়ার ফজিলত, আয়াতুল কুরসীর ফজিলত সহীহ হাদিস, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার ফজিলত, আয়াতুল কুরসি ৩৩ বার পড়ার ফজিলত, আয়াতুল কুরসির ঘটনা, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত,

Powered by Blogger.